সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ১০:১৬ পূর্বাহ্ন
ইউএস অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে বিল কসবি ও রোমান পোলানস্কিকে বহিষ্কার করা হয়েছে। গত মাসে যৌন হয়রারি একটি অভিযোগে দোষী সাব্যস্ত হন টিভি অভিনেতা কসবি। আর ১৯৭৭ সালে সামান্থা গাইমার নামে ১৩ বছর বয়সী এক মার্কিন কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন অস্কারজয়ী পরিচালক পোলানস্কি। এরআগে প্রোডিউসার হার্ভে উইয়েনস্টেইনের বিরুদ্ধে কয়েক দফা যৌন হয়রানির অভিযোগ ওঠে।