বুধবার, ০৭ Jun ২০২৩, ০২:০৯ অপরাহ্ন
সব রীতিনীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে তাদের বিয়ের টুকরো সব মুহূর্তে। শুভেচ্ছার বার্তায় ভরছে টুইটার। তার পরও এমন শুভদিনে সোনমকে শুনতে হল নানান কথা। অনেকের অভিযোগ, সোনম তড়িঘড়ি করে বিয়ে করেছেন। বিয়েটা আরও পরেও করতে পারতেন তিনি।
মাত্র ১০ সপ্তাহ আগে আকস্মিক মৃত্যু হয়েছে শ্রীদেবীর। আর এত তাড়াতাড়ি সব দুঃখ ভুলে কীভাবে বিয়ের আনন্দে মজলেন কাপুর পরিবার? চারদিক থেকে ছুটে আসছে এ প্রশ্ন।
তড়িঘড়ি করে এ বিয়ের জন্য গালমন্দও শুনতে হল এ নায়িকাকে। তার মাঝেই এক ব্যক্তির জিজ্ঞাসা- সোনম কী প্রেগন্যান্ট? তাই কী চটজলদি সেরে ফেলছেন বিয়ে!
তবে এসব প্রশ্নের কোনো উত্তর এখনও কাপুর পরিবারের কেউ দেননি।
সোমবার থেকে শুরু হয়েছে সোনমের বিয়ের জলসা। তারকাখচিত মেহেন্দি ও সংগীতের অনুষ্ঠান নজর কেড়েছিল সবার। যার প্রতিটি অনুষ্ঠানে জাহ্নবীর একঝলক পেতেই ভিড় বাড়ে ভক্তদের।
শ্রীদেবীর প্রয়াণের পর কাপুর পরিবারের প্রথম অনুষ্ঠান৷ নিজেকে এবং দুই মেয়েকে ধীরে ধীরে সামলে নিয়েছেন প্রযোজক বনি৷