শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৭ পূর্বাহ্ন
চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন সেই কবে! তবে এখনও নতুন কোচ নিয়োগ দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইতিমধ্যে বেশ কজনের সাক্ষাৎকার নিয়েছে বোর্ড। কিন্তু কারও সঙ্গেই চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে পারেনি। এরই মধ্যে ক্রিকেটপাড়ায় গুঞ্জন- সাক্ষাৎকার দিতে আসছেন নতুন কোচ।
তার নাম স্টিভ রোডস। বোঝাই যাচ্ছে- তিনি হাইপ্রোফাইল কেউ নন। ইংলিশ ক্লাব ওরচেস্টারশায়ারের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। অভিজ্ঞতা রয়েছে ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব পালন করার।