শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৬ অপরাহ্ন
ভারতের বাংলা ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী গুরুতর অসুস্থ। পিঠের যন্ত্রণায় ভুগছেন। ভারতের বেশ কয়েকটি ইংরেজি গণমাধ্যম জানিয়েছে, দিল্লিতে তার চিকিৎসা চলছে। তাই অভিনয় ও অন্যান্য কাজ থেকে সাময়িক দূরে আছেন।
পিঠের যন্ত্রণার জন্যে একসময় উটিতেও চিকিৎসা করান মিঠুন। কিন্তু তেমন কোনো লাভ হয়নি। জানা গেছে, দিল্লিতে চিকিৎসায় ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। শিগগিরই হয়তো আপন ঠিকানায় দেখা যাবে এই অভিনেতাকে।