মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০১:৪০ অপরাহ্ন

টুইটার-ফেসবুকেও শীর্ষ তারকা বাংলাদেশের ক্রিকেটাররা

টুইটার-ফেসবুকেও শীর্ষ তারকা বাংলাদেশের ক্রিকেটাররা

বাংলাদেশে মাঠে যেমন, সোশ্যাল মিডিয়াতেও সবচেয়ে বড় তারকা দেশের ক্রিকেটাররাই। বাংলাদেশে ফেসবুক যতটা, টুইটার সেই তুলনায় এখনও তেমন জনপ্রিয় হয়ে ওঠেনি।

কিন্তু তার পরও বাংলাদেশে টুইটারে মানুষ সবচেয়ে বেশি অনুসরণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তাদের অনুসারীর সংখ্যা ২০ লাখের মতো। তার পরই মানুষ নজর রাখছে শীর্ষ কজন ক্রিকেটারের ওপর।

ফলোয়ার বা অনুসারীর সংখ্যার বিচারে টুইটারে শীর্ষ দশের চারজনই ক্রিকেটার। সাকিব আল হাসানকে অনুসরণ করেন ১৩ লাখেরও বেশি মানুষ।

মুশফিকুর রহিমের অনুসারী ১০ লাখেরও বেশি, তামিম ইকবালের সাড়ে সাত লাখ এবং মোস্তাফিজুর রহমানের অনুসারী ছয় লাখের বেশি।

ক্রিকেটের বাইরে একজন মাত্র বাংলাদেশি টুইটারে শীর্ষ দশের তালিকায় রয়েছেন- গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার। তার ফলোয়ারের সংখ্যা সাড়ে তিন লাখের মতো।

সোশ্যাল বেকারস নামে একটি আন্তর্জাতিক মার্কেটিং প্রতিষ্ঠান এ পরিসংখ্যান দিয়েছে।

ফেসবুকে বাংলাদেশের শীর্ষ ক্রিকেট তারকাদের ফলোয়ারের সংখ্যা টুইটারের কয়েক গুণ বেশি।

ফেসবুকে সাকিবের ফলোয়ার এক কোটি ছাড়িয়ে গেছে অনেক আগেই। মুশফিকের অনুসারী প্রায় কোটি ছুঁই ছুঁই। মাশরাফির প্রায় ৮৫ লাখ। সূত্র বিবিসি বাংলা।





© All rights reserved © 2017 alltimenewsbd24.Com
Design & Developed BY ThemesBazar.Com