শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪২ অপরাহ্ন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনর নববির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকায় প্রবেশের রাস্তাগুলো সবার আগে পরিষ্কার করা হবে। সেই সঙ্গে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হবে।
শনিবার দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রাজনীতির উর্ধ্বে উঠে সবাইকে নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেন, পোস্টার সরানোর কাজ শুরু হয়ে গেছে যত দ্রুত সম্ভব তা শেষ করা হবে। পাশাপাশি রাস্তা দখল, ভেজাল খাবারসহ নগরীর নানা সমস্যা সাংবাদিকদের তুলে ধরার আহ্বান জানান আতিকুল ইসলাম।