বুধবার, ০৭ Jun ২০২৩, ০৩:৪৭ অপরাহ্ন
খুলনা সিটি করপোরেশনে ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক ও বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গ। এই দুই প্রার্থী ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে মঙ্গলবার (১৫ মে) সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোট শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে পৃথকভাবে কথাও বলেন তারা।
বিএনপি মেয়রপ্রার্থী শঙ্কা প্রকাশ করেছেন ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে। ৩০টি কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।