বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
মিশরের রাজধানী কায়রোতে সন্দেহভাজন জঙ্গী আস্তানায় অভিযান চালানোর সময় নিরাপত্তা কর্মীদের সঙ্গে যুদ্ধে ১২ জঙ্গী নিহত হয়েছে বলে জানিয়েছে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রনালয়।
মন্ত্রনালয়ের এক তথ্য বিবরণীতে বলা হয় মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্কযুক্ত হাসম নামে একটি শশস্ত্র দলের দুটি আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমানে বিস্ফোরক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
মিশরের গিজা পিরামিডের কাছে একটি পর্যটক বাসে রোডসাইড বোমা হামলার একদিন পর এ অভিযান চালানো হয়। ঐ বাসে ২৮ জন পর্যটক ছিলেন যাদের অধিকাংশ দক্ষিন আফ্রিকার পর্যটক।
গত ডিসেম্বরে গিজা পিরামিডের কাছেই পর্যটক বাসে বোমা হামলা করে ৩জন ভিয়েতনামী পর্যটক ও তাদের মিশরীয় গাইডকে হত্যা করা হয়েছিল।