বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন

করোনায় মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে প্রাণহানি ৭৬ হাজার ছাড়াল

করোনায় মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে প্রাণহানি ৭৬ হাজার ছাড়াল

মহামারী কোভিড ১৯-এ যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল বাড়ছে। রোজ লাশের মিছিলে যোগ দিচ্ছেন হাজারও মানুষ। আক্রান্ত হচ্ছেন কয়েক হাজার মানুষ। যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে মৃত্যু ৭৬ হাজার ছাড়িয়ে গেছে। দেশটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার বেলা সাড়ে ১১টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৮৫০জন। আর মৃত্যু হয়েছে ৭৬ হাজার ৯৩৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ১৭ হাজার ২৫১ জন। আর মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ২ লাখ ৯৪ হাজার ১৮৯ জন।

বিজ্ঞানীদের পূর্বাভাস জুন নাগাদ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা এক লাখ স্পর্শ করবে। সে দিকেই এগিয়ে যাচ্ছে দেশটি। একদিনে আড়াই হাজার ছুঁই ছুঁই মৃত্যু হয়েছে।

করোনা নিয়ে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যে বলা হয়েছে, প্রাণঘাতী এই ভাইরাস স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) যুক্তরাষ্ট্রে আরও দুই হাজার ৪৪৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। তাতে দেশটিতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭৫ হাজার ৫৪৩ জন, যা এই ভাইরাসে বিশ্বের মোট মৃত্যুর এক-চতুর্থাংশের বেশি।

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তে আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র। বাল্টিমোরভিত্তিক বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স জানিয়েছে, দেশটিতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১২ লাখ ৫৪ হাজার ৭৫০ জন, বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ!

সবশেষ তথ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৭০ হাজার ছুঁই ছুঁই। আর আক্রান্ত ৩৮ লাখ ৭৫ হাজার।

৩০ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে এ তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য। আক্রান্তে চতুর্থ স্থানে আছে দেশটি, প্রায় ২ লাখ ৮ হাজার। ৩০ হাজার ছুঁই ছুঁই মৃত্যু নিয়ে তৃতীয় স্থানে আছে ইতালি; আক্রান্তে তৃতীয় স্থানে আছে দেশটি, ২ লাখ ১৫ হাজার।

মৃত্যুর তালিকায় একসময় দ্বিতীয় স্থানে থাকা স্পেন চতুর্থ স্থানে নেমে এসেছে, ২৬ হাজার। তবে আক্রান্তের তালিকায় এখনও দ্বিতীয় স্থানে দেশটি, ২ লাখ ২১ হাজার।

মৃত্যুতে পঞ্চম স্থানে ফ্রান্স, ২৬ হাজার ছুঁই ছুঁই। আক্রান্তে ষষ্ঠ স্থানে আছে দেশটি, প্রায় ১ লাখ ৭৫ হাজার। আক্রান্তে হঠাৎ ওপরে উঠে আসছে রাশিয়া। ১ লাখ ৭৭ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে বর্তমানে পঞ্চম স্থানে আছে বিশ্বের বৃহত্তম দেশটি।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার; মৃত্যু ১ হাজার ৮৮৯ জন।





© All rights reserved © 2017 alltimenewsbd24.Com
Design & Developed BY ThemesBazar.Com