শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৯ অপরাহ্ন
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আপিল আদেশকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।
মঙ্গলবার সকাল সাতটা থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশকে অবস্থান নিতে দেখা গেছে। পুলিশ সদস্যদের উপস্থিতির পাশাপাশি রাখা হয়েছে জলকামান ও সাজোয়া যান।