শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন

রাবিতে গালি দেয়ায় মার্কিন শিক্ষককে নেপালের শিক্ষার্থীর মারধর

রাবিতে গালি দেয়ায় মার্কিন শিক্ষককে নেপালের শিক্ষার্থীর মারধর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পিএইচডি গবেষক যুক্তরাষ্ট্রের এক শিক্ষককে গালি দেয়ার অভিযোগে নেপালের এক শিক্ষার্থী মেরে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উচ্চস্বরে কথা বলা কেন্দ্র করে রাবির ‘শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরি’তে এ ঘটনা ঘটে। খবর ইউএনবির।

আহত শিক্ষক ডোমেন জোসেফ ফোকলোর বিভাগের অধীনে বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা নিয়ে গবেষণা করছেন। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থিত ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোর শিক্ষক।

অন্যদিকে অভিযুক্ত নেপালের শিক্ষার্থী রুপোস কুমার মিত্র বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষে পড়ছেন।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রাবাসের অন্য বিদেশি শিক্ষার্থীদের ভাষ্যমতে, সকালে তারা দুজনে খাবার খেতে যান। এ সময় রুপোস উচ্চস্বরে কথা বললে জোসেফ তাকে নিষেধ করেন। এর পরও রুপোস উচ্চস্বরে কথা বললে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জোসেফ গালাগাল শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে রুপোস খাবার টেবিলে থাকা জগ দিয়ে তার মাথায় আঘাত করেন।

আঘাতের স্থানে রক্ত জমাট বেঁধে যায়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ডোমেন জোসেফ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তাকে নিরাপদ জায়গায় স্থানান্তরেরও আবেদন জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। ছাত্রাবাসের পরিচালকের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি।’





© All rights reserved © 2017 alltimenewsbd24.Com
Design & Developed BY ThemesBazar.Com