বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন

ডাইনোসরের গর্জন শুনছে বক্স অফিস!

ডাইনোসরের গর্জন শুনছে বক্স অফিস!

ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’ স্রেফ কাঁপিয়ে দিয়েছে বক্স অফিস। শুধু দেশে নয়, সারা বিশ্বেই শোনা যাচ্ছে ডাইনোসরের গর্জন। প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল স্টুডিও জানিয়েছে, মুক্তির পর শুধু যুক্তরাষ্ট্রেই এ পর্যন্ত ১৫ কোটি ডলার আয় করেছে ছবিটি। অন্যদিকে বিশ্বব্যাপী ৭০ কোটি ডলারের বেশি আয় করেছে জুরাসিক ওয়ার্ল্ডের ডাইনোসররা।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, জুরাসিক সিরিজের নতুন ছবির সঙ্গে পিক্সারের অ্যানিমেটেড ছবি ‘দ্য ইনক্রেডিবলস ২’-এর হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তবে সারা বিশ্বেই জুরাসিক সিরিজের চলচ্চিত্রের আবেদন থাকায় কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে এর প্রযোজক প্রতিষ্ঠান ইউনিভার্সাল।

এরই মধ্যে আয়ের দিক থেকে ফক্সের ‘ডেডপুল ২’-কে ছাড়িয়ে গেছে ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’। ২০১৮ সালের বড় ছবির তালিকায় একে তৃতীয় অবস্থানে রাখছেন বিশ্লেষকেরা। সুপারহিরো ছবির যুগে জুরাসিক ওয়ার্ল্ডের সাফল্য ব্যতিক্রম বলেই মত দিচ্ছেন অনেকে।

ভ্যারাইটির খবরে বলা হয়েছে, হাতে গোনা কয়েকটি ছবিই ডাইনোসরদের সঙ্গে পাল্লা দিতে পারছে। অন্যগুলো পাত্তাই পাচ্ছে না।

জুরাসিক সিরিজের এই ছবি আগামী ৬ জুলাই পর্যন্ত বক্স অফিসে দাপট দেখাবে বলে ধারণা করা হচ্ছে। ওই দিনই অ্যান্ট ম্যান সিরিজের নতুন সিক্যুয়াল মুক্তি পাওয়ার কথা রয়েছে। ডাইনোসর পিঁপড়ায় হোঁচট খায় কি না, সেটিই এখন দেখার বিষয়।





© All rights reserved © 2017 alltimenewsbd24.Com
Design & Developed BY ThemesBazar.Com