বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন

নৌকা ঠেকিয়ে কি যুদ্ধাপরাধীদের ক্ষমতায় আনবেন?

নৌকা ঠেকিয়ে কি যুদ্ধাপরাধীদের ক্ষমতায় আনবেন?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকায় ভোট দিয়েছে বলে জনগণ ভাষার অধিকার পেয়েছে। দেশ স্বাধীনতা লাভ করেছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। দেশের উন্নয়ন হয়েছে। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে নাম লিখিয়েছে। পারমাণবিক ও স্যাটেলাইট যুগে প্রবেশ করেছে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাকে দেয়া গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

নৌকা ঠেকাতে একটি মহল তৎপর রয়েছে বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, নৌকা কেন ঠেকাতে হবে? নৌকার অপরাধ কী? সামনে শ্রাবণ মাস। বর্ষার সময়, বন্যার সময়। নৌকা তো লাগবে। যেসব রাজনীতিক নৌকা ঠেকাতে নেমেছেন, বন্যার সময় রিলিফ বিতরণ করতে ও চলাচল করতেও তো তাদের নৌকাই লাগবে। নৌকা ঠেকিয়ে কি রাজাকার ও যুদ্ধাপরাধীদের ক্ষমতায় আনবেন? যারা স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করেন, তাদের মুখে এ কথা মানায় না।

শেখ হাসিনা বলেন, আমরাই নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স এনেছি। স্থানীয় ও জাতীয়সহ এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে তার সব কটিতে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে। গণতন্ত্র যদি না থাকে তবে জনগণ ভোট দিয়েছে কীভাবে?

মধ্যম আয়ের দেশে উত্তরণের প্রাথমিক যোগ্যতা অর্জন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড, কলকাতা থেকে ডি-লিট উপাধি পাওয়াসহ নানা সাফল্যের স্বীকৃতি হিসেবে দলের সভাপতিকে এ গণসংবর্ধনা দেয় আওয়ামী লীগ।

বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে অভিনন্দনপত্র পাঠ করে নাচে-গানে উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনাকে এ সম্মান দেয় তার দল।

অনুষ্ঠানে যোগ দেয়ার লক্ষ্যে বেলা সাড়ে ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে পৌঁছান তিনি।

এরপর বিকাল ৪টা ৪২ মিনিটে ভাষণ দিতে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোকে লোকারণ্য উদ্যানে শেখ হাসিনা মঞ্চে উঠতেই স্লোগানে আর হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ঐতিহাসিক এ স্থান।

আধা ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠান ও কয়েকজন কেন্দ্রীয় নেতার বক্তব্যের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিনন্দনপত্র পাঠ করেন। এরপর অভিনন্দনপত্রটি তিনি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

বক্তৃতা দিতে দাঁড়িয়ে শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান উদ্ধৃত করে শেখ হাসিনা বলেন, এ মনিহার আমায় নাহি সাজে…।

তিনি বলেন, জনগণ কতটুকু পেল, সেটাই আমার কাছে সব থেকে বিবেচ্য বিষয়। এর বাইরে আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের পর কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলা ও দল গোছানো এবং বাংলার মানুষের জীবনে পরিবর্তন আনার কথা তুলে ধরেন শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিজের পথচলার কথা তুলে ধরে তিনি বলেন, জাতির পিতা বলেছিলেন বাংলার মানুষ যেন অন্ন পায়, বস্ত্র পায়, বাসস্থান পায়, শিক্ষা পায়, উন্নত জীবন পায় জাতির পিতার সেই স্বপ্নপূরণ করাই আমার লক্ষ্য।

সংবর্ধনাকে বাংলার জনগণকে উৎসর্গ করে শেখ হাসিনা বলেন, আমরা একেবারে তৃণমূল পর্যায়ের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করাই আমার একমাত্র লক্ষ্য। আজ গণসংবর্ধনার কোনো প্রয়োজন নেই।

তিনি বলেন, সংবর্ধনা উৎসর্গ করছি বাংলাদেশের মানুষকে। আমার জীবনের একটাই লক্ষ্য বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করা, সুন্দর জীবন উপহার দেয়া। সেটা শুধু বিত্তশালীদের জন্যই নয়; একেবারে গ্রাম পর্যায়ের মানুষের উন্নতিও।

তিনি বলেন, আমার রাজনীতি বঞ্চিত মানুষের জন্য। যেদিন তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারব। সেদিন নিজেকে সার্থক মনে করব। তিনি বলেন, আমি মৃত্যুকে ভয় পাই না, মরার আগে মরতে রাজি না। যতক্ষণ বেঁচে থাকব দেশের জন্য কাজ করে যাব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের জীবনযাত্রার কথা তুলে ধরে বলেন, আমি ২৪ ঘণ্টার মধ্যে নিজের জন্য মাত্র ৫ ঘণ্টা সময় ব্যয় করি। কোনো উৎসবে আমি যাই না। প্রতিটি মুহূর্ত কাজ করি দেশের মানুষের জন্য। মৃত্যুভয় আমি করি না। মৃত্যুর আগে মরতেও রাজি নই। যতক্ষণ জীবন আছে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাব। যে মানুষের জন্য আমার বাবা সারা জীবন সংগ্রাম করে গেছেন। বেহেশত থেকে আমার বাবা তা দেখবেন।

জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, তা বরদাস্ত করব না এমন মন্তব্য করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এগিয়ে যাওয়ার ধারা আমরা যাতে অব্যাহত রাখতে পারি।

তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে প্রবেশ করায় একটি মহল সমালোচনায় মেতেছে। যারা এটাকে সন্দেহের চোখে দেখে, সমালোচনা করে তাদের সম্পর্কে আমার মনে হয়, তারা দেশের স্বাধীনতা ও অস্তিত্ব স্বীকার করে না।

বিএনপির সমালোচনা করে সরকারপ্রধান বলেন, আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে গণমুখী কাজ শুরু করি। বিএনপি ক্ষমতায় এসে সেগুলো বন্ধ করে দেয়। আমরা ২০০৯ সালে ক্ষমতায় এসে আবার তা শুরু করি। বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের লক্ষ্য বাংলাদেশের উন্নয়ন।

দেশের সব অর্জন আওয়ামী লীগ সরকারের সময়েই হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের জনগণ কিছু পায়, দেশের উন্নয়ন হয়। ২১ বছর এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই দেশের উন্নয়ন হয়েছে।

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেই বিচার বন্ধ করে দিয়েছিল। যুদ্ধাপরাধীদের সরকারের উচ্চপদে চাকরি দিয়েছিল। আমরা ট্রাইব্যুনাল করে সেই যুদ্ধাপরাধীদের বিচার করতে পেরেছি। এর মধ্য দিয়ে বাংলাদেশ কলুষমুক্ত হয়েছে। এ অপরাধীদের যখন আমরা বিচারের মুখোমুখি করতে পেরেছি তখনই যেন আমাদের উন্নয়নের দ্বার খুলে যায়; এটাই আমার উপলব্ধি।

নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয় এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, মানুষ নৌকায় ভোট দিয়েছে বলেই দেশে দারিদ্র্যের হার ২২ ভাগে নেমে এসেছে। আমরা এটা আরও কমাতে পারব ইনশাআল্লাহ।





© All rights reserved © 2017 alltimenewsbd24.Com
Design & Developed BY ThemesBazar.Com