শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের প্রেসিডিয়াম সদস্য এস এম রোকসানা পারভীন ঢাকা -২০ থেকে সংরক্ষিত আসনের মনোনয়ন প্রার্থী

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের প্রেসিডিয়াম সদস্য এস এম রোকসানা পারভীন ঢাকা -২০ থেকে সংরক্ষিত আসনের মনোনয়ন প্রার্থী

এস এম রোকসানা পারভীন ওরফে রেখা ঢাকা জেলার ধামরাই থানাধীন ইকুরিয়া গ্রামে ১৯৭২ সনের ১লা জানুয়ারি  জন্ম গ্রহণ করেন। তিনি  মুক্তিযুদ্ধে পাকিস্তানী আর্মিদের হাতে  নিহত মোঃ মইজুদ্দিন বেপারীর  ১ম কন্যা জুবাইদা ইসলামের ২য় কন্যা সন্তান ।  ১৯৯০ সালে ধামরাই থানাধীন নওগাঁও গ্রামের শেখ পরিবারের সুযোগ্য সন্তান ডঃ এস এম আবু হানিফ এর সাথে  বিবাহ বন্ধনে আবদ্ধ হন।   গৃহিণী হিসেবে জীবন শুরু করলেও ১৯৯৩ সালে মেসার্স ঢাকা সার্ভিসেস কোম্পানি প্রতিষ্ঠা করে ব্যবসা শুরু করেন। মেসার্স ঢাকা সার্ভিসেস কোম্পানি দেশের অন্যতম ঠিকাদারি, সরবরাহকারী প্রতিষ্ঠান। জনাব রোকসানা পারভিনের কোম্পানি  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, ডিরেক্টর জেনারেল ডিফেন্স পারচেজ,  পাসপোর্ট অধিদপ্তর সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের  ১ম শ্রেণীর এনলিস্টেড  ঠিকাদার।  তার স্বামী বাংলাদেশ ব্যাংকে চাকুরীরত বিধায় সরকারী অনুমতি গ্রহণ করে ব্যবসা কার্যক্রম সম্পাদন করে আসছেন এবং আই টি সেক্টরেও তার কোম্পানি আর এফ আই ডি এর মাধ্যমে লাইব্রেরী অটোমেশনে এ দেশে পথিকৃৎ; ডঃ মুহাম্মদ জাফর ইকবালের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শাহজালাল প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, সিলেট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী অটোমেশন করা হয় যা আর এফ আই ডি র পথ উম্মুক্ত করে দেশের আই টি সেক্টরে এক নতুন মাইল ফলক। ১৯৭৫ এর পট পরিবর্তনের পর তার পিতা ও স্বামীর পরিবারের উপর অমানবিক নির্যাতন চালানো হয় এবং ১/১১ এর পর স্বীয় অনুসারীদের নিয়ে মিছিল করেন যার প্রমাণ হিসেবে দৈনিক পত্রিকা ও টেলিভিশনে প্রচারিত হয়।  রোকসানা পারভিনের তিন ছেলে; বড় ছেলে শেখ রাহাত সম্প্রতি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ছাত্রাবস্থায় শেখ  রাহাত বাংলাদেশ বঙ্গবন্ধু  আওয়ামী সম্মিলিত  আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। মেঝ ছেলে এস এম রেহান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস  এ অর্থনীতিতে অনার্স পড়ছেন এবং কনিষ্ঠ পুত্র এস এম রাকিন  ৮ম শ্রেণীতে অধ্যয়নরত। তাছাড়াও তিনি  রাকুজ লিঃ, ১০০% রপ্তানিমুখি ডাইয়িং শিল্প প্রতিষ্ঠানের  চেয়ারম্যান। তিনি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার বায়রা ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে  পিপিপি এর অধীনে গ্রামীণ এলাকায় নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ করে আসছেন এবং ধামরাইতে অনুরূপ প্রকল্প হাতে নিয়েছেন। তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ  প্রজন্মলীগের প্রেসিডিয়াম সদস্য।





© All rights reserved © 2017 alltimenewsbd24.Com
Design & Developed BY ThemesBazar.Com