বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন
সৌদির আবহাওয়া দপ্তর রোববার এক ঘোষণায় জানিয়েছে, মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের কারণে মক্কায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
রোববার সারাদিন প্রচণ্ড গরম থাকলেও সন্ধ্যার আগে প্রবল ধূলিঝড় শুরু হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে, সোমবার রাত পর্যন্ত মক্কা, মিনা এবং আরাফায় আবহাওয়া অস্থিতিশীল থাকতে পারে। মিনায় বর্তমানে বিশ লাখ হজযাত্রী অবস্থান করছেন। রোববার ধূলিঝড়ের পাশাপাশি সেখানে ভারি বৃষ্টিপাতও হয়েছে।
তবে হজযাত্রীদের নিরাপত্তা নিয়ে কোনো সতর্কতা জারি করা হয়নি। কারণ হজকে কেন্দ্র করে মক্কা, মিনা এবং আরাফায় কঠোর নিরাপত্তা জারি রয়েছে। হজযাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ।
সোমবার সকালে লাখ লাখ হজযাত্রী আরাফার উদ্দেশে রওনা করেছেন। যে যেখানে অবস্থান করছেন সেখান থেকে দুপুরের আগেই আরাফা ও পাশ্ববর্তী নির্ধারিত সীমানায় পৌঁছে যাবেন। আজ পবিত্র হজ উপলক্ষে লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফার প্রান্তর।
সূত্র: আল অ্যারাবিয়া নিউজ