শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন

মার্কিন সেনা সরিয়ে নিতে বাধ্য করা হবে:ইরান

মার্কিন সেনা সরিয়ে নিতে বাধ্য করা হবে:ইরান

যুক্তরাষ্ট্র খুব শিগগিরই মধ্যপ্রাচ্য থেকে পালাতে বাধ্য হবে বলে দাবি করেছে ইরান।

দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের সিনিয়র উপদেষ্টা ও সহকারী মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, তার দেশ মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করছে, যার ফলে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরিয়ে নিতে বাধ্য করা হবে। খবর সংবাদ সংস্থা আনাদোলুর।

তেহরানে এক অনুষ্ঠানে জেনারেল সাফাভি শনিবার আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান গত চার দশকে মধ্যপ্রাচ্যের প্রধান শক্তিতে পরিণত হয়েছে। আজ ইরানের প্রভাব বলয় কাস্পিয়ান সাগর ও পারস্য উপসাগর ছাড়িয়ে ভূমধ্যসাগর পর্যন্ত পৌঁছে গেছে।

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও কয়েকটি আরব দেশ মধ্যপ্রাচ্যে উগ্র জঙ্গিবাদ ছড়িয়ে দেয়ার যে পরিকল্পনা হাতে নিয়েছিল তা ব্যর্থ করে দিয়েছে ইরান। সেইসঙ্গে ইরাক ও সিরিয়া সরকারের অনুরোধে ওই দুই দেশে নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে তেহরান।

আমেরিকা অচিরেই সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

0Shares





© All rights reserved © 2017 alltimenewsbd24.Com
Design & Developed BY ThemesBazar.Com