বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:১২ অপরাহ্ন

মোদিকে হটাতে পাকিস্তানের দারস্ত হন কংগ্রেস নেতারা: নির্মলা সীতারামন

মোদিকে হটাতে পাকিস্তানের দারস্ত হন কংগ্রেস নেতারা: নির্মলা সীতারামন

ইমরান খান বলেছিলেন- ভারতের নির্বাচনে যদি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজয়ী হয়, তবে কাশ্মীর সংকট সমাধানে শান্তি আলোচনা শুরু করতে ভালো সুযোগ তৈরি হবে। ভারতের নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যকে বিরোধী দল কংগ্রেসের ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন নির্মলা সীতারামন। তিনি বলেন, কংগ্রেস নেতারা মোদিকে হটাতে পাকিস্তানের সহায়তা চাচ্ছেন।-খবর জি নিউজের

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, আমি জানি না কেন এ ধরনের বিবৃতি দেয়া হয়েছে। এ দেশে কংগ্রেসের অনেক প্রখ্যাত রাজনীতিবিদ রয়েছেন, যারা প্রধানমন্ত্রী মোদিকে ক্ষমতাচ্যুত করতে পাকিস্তানে যাতায়াত করেন।

‘পাকিস্তানে গিয়ে তারা বলেন- মোদিকে উৎখাতে আমাদের সহায়তা করুন।’

নির্মলা সীতারামন বলেন, কাজেই ইমরান খানের এ বিবৃতি কংগ্রেসের পাতা পরিকল্পনা হলে আমি বিস্মিত।

তবে ভারত চলতি মাসেই পাকিস্তানে হামলা করতে যাচ্ছে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরাইশির মন্তব্য সম্পর্কে জানতে চাইলে নির্মলা সীতারামন বলেন, আমি জানি না, তিনি এমন তথ্য কোথায় পেয়েছেন। আমি তার ভালো চাচ্ছি। তার এ দাবিতে আমি খুব মজা পেয়েছি।





© All rights reserved © 2017 alltimenewsbd24.Com
Design & Developed BY ThemesBazar.Com