শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির চিঠি পেয়ে কাঁদলেন কক্সবাজারের কৃষক

রাষ্ট্রপতির চিঠি পেয়ে কাঁদলেন কক্সবাজারের কৃষক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চিঠি পেয়ে কাঁদলেন কক্সবাজারের কৃষক রহিমুল্লাহ।

কয়েক দিন আগে কক্সবাজারে এক অনুষ্ঠানে সবার সামনে রাষ্ট্রপতির লেখা চিঠিটি পড়ে শোনান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

গত বছর রহিমুল্লাহর কুল চাষ নিয়ে চ্যানেল আইয়ে অনুষ্ঠান প্রচারিত হয়। ওই সময় চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য কুল পাঠান কৃষক রহিমুল্লাহ।

কুল পেয়ে রষ্ট্রপতি এই চিঠিটি দেন। রহিমুল্লাহর ইচ্ছা ছিল তার ক্ষেতের কুল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে খাওয়াবেন। সেই সুযোগও আসে তার সামনে। কয়েক দিন আগে কক্সবাজারে ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে ওঠে রাষ্ট্রপতির ওই চিঠি। পরে চিঠিটি উপস্থিত সব কৃষককে পড়ে শোনান আইসিটি প্রতিমন্ত্রী।





© All rights reserved © 2017 alltimenewsbd24.Com
Design & Developed BY ThemesBazar.Com