শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন

সহিংস বিক্ষোভের জন্য শুধু মুসলিমদের প্রতি ইঙ্গিত নরেন্দ্র মোদীর

সহিংস বিক্ষোভের জন্য শুধু মুসলিমদের প্রতি ইঙ্গিত নরেন্দ্র মোদীর

ঝাড়খন্ডে এক নির্বাচনী সভায় মি. মোদী বলেন, “এই সব আগুন কারা লাগাচ্ছে, সেটা তাদের পোশাক দেখলেই চেনা যায়।”

ওই নির্বাচনী জনসভায় রবিবার তিনি বলেন, “আমার ভাই ও বোনেরা, এই যে দেশে আগুন লাগানো হচ্ছে, টেলিভিশনে যে সব ছবি আসছে সেগুলো কি আপনারা দেখেছেন?”

“আগুন কারা লাগাচ্ছে, সেটা কিন্তু তাদের পোশাক দেখলেই চিনতে পারা যায়!”

আর এর পেছনে কংগ্রেসের মতো বিরোধী দলগুলি উসকানি দিচ্ছে বলেও প্রধানমন্ত্রী অভিযোগ করেন।

বিরোধীরা প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে সরাসরি একটি বিশেষ ধর্মের মানুষের প্রতি সাম্প্রদায়িক আক্রমণ হিসেবেই চিহ্নিত করছেন।

প্রসঙ্গত, গত কয়েকদিনে ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এমন অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে যাতে দেখা যাচ্ছে লুঙ্গি এবং টুপি পরিহিত লোকজন লাঠিসোঁটা বা পাথর নিয়ে বিভিন্ন রেল স্টেশনে ভাঙচুর চালাচ্ছে।

কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেন থেকে ভীত-সন্ত্রস্ত যাত্রীদের নামিয়ে দিয়ে ওই ক্ষুব্ধ জনতা ট্রেনগুলোতে হামলা চালাচ্ছে। এই সব ভিডিও অনেক মূল ধারার গণমাধ্যমেও প্রচার করা হয়েছে।

এই সব ভিডিও আদৌ সত্যিকারের, না কি বানানো তা বিবিসি যাচাই করতে পারেনি – তবে এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে উত্তপ্ত তর্ক-বিতর্ক কিন্তু থেমে নেই।

প্রধানমন্ত্রী মোদী তার ভাষণে এই সব ভিডিওর কথাই উল্লেখ করেছেন।





© All rights reserved © 2017 alltimenewsbd24.Com
Design & Developed BY ThemesBazar.Com