শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন

স্যাটেলাইট উৎক্ষেপণ দেখার আমন্ত্রণ জানিয়েছে কেনেডি স্পেস সেন্টার

স্যাটেলাইট উৎক্ষেপণ দেখার আমন্ত্রণ জানিয়েছে কেনেডি স্পেস সেন্টার

আগামী ১০ মে মহাকাশে ডানা মেলবে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। স্যাটেলাইট উৎক্ষেপণের সাক্ষী হতে দর্শকদের আমন্ত্রণ জানিয়েছে কেনেডি স্পেস সেন্টার। আগামী ১০ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে স্থানীয় সময় বিকাল ৪টায় স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। প্যাড ৩৯-এ থেকে ‘ফ্যালকন-৯’ রকেটে করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।

এ উপলক্ষে কেনেডি স্পেস সেন্টারের ভিজিটর কমপ্লেক্সে দর্শকদের আমন্ত্রণ জানানো হয়েছে। কেনেডি স্পেস সেন্টারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১০ মে বৃহস্পতিবার ফ্লোরিডার স্থানীয় সময় ৪টা ১২ মিনিট থেকে ৬টা ২২ মিনিটের মধ্যে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।





© All rights reserved © 2017 alltimenewsbd24.Com
Design & Developed BY ThemesBazar.Com