বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন

হাতিরঝিল-বেগুনবাড়ী প্রকল্পে নকশাবহির্ভূত স্থাপনা ভাঙার নির্দেশনা স্থগিত করেছেন আপিল বিভাগ

হাতিরঝিল-বেগুনবাড়ী প্রকল্পে নকশাবহির্ভূত স্থাপনা ভাঙার নির্দেশনা স্থগিত করেছেন আপিল বিভাগ

রাজধানীর হাতিরঝিল-বেগুনবাড়ী প্রকল্পে নকশাবহির্ভূত স্থাপনা ভাঙার নির্দেশনা স্থগিত করেছেন আপিল বিভাগ।

একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে এ বিষয়ক রিটটি নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।

রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। স্থগিত আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

পরে আইনজীবীরা জানান, স্থিতাবস্থা জারির ফলে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই স্থাপনাগুলো ভাঙা যাবে না।

গত ১০ সেপ্টেম্বর রাজধানীর হাতিরঝিল-বেগুনবাড়ী প্রজেক্টে লে-আউট প্ল্যানের বাইরে থাকা স্থাপনা সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট।

পরে এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন লে-আউট প্ল্যানের বাইরে থাকা স্থাপনাগুলোর মালিকরা।

মনজিল মোরসেদ জানান, লে-আউট প্ল্যানের নির্দেশনার বাইরে কতিপয় অবৈধ প্রতিষ্ঠানের কার্যক্রম চললেও রাজউক নিষ্ক্রিয় থাকার প্রতিবেদন ১ আগস্ট একটি গণমাধ্যমে প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট করা হয়।

তিনি আরও জানান, হাইকোর্ট আদেশে রাজউকের চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, হাতিরঝিল থানার ওসি ও প্রজেক্ট পরিচালককে প্রজেক্ট এলাকায় প্রতিনিয়ত মনিটরিং করার জন্য নির্দেশ দিয়েছিলেন। যেন কেউ লে-আউট প্ল্যানবহির্ভূত স্থাপনা করতে না পারে।





© All rights reserved © 2017 alltimenewsbd24.Com
Design & Developed BY ThemesBazar.Com