বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন
বিশ্বকাপের পর্দা উঠতে বাকি মাত্র ১০ দিন। তারপরই ইংল্যান্ডের মাটিতে ক্রিকেটের মহাযজ্ঞ। ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে বসতে চলেছে দ্বাদশতম ক্রিকেট বিশ্বকাপের আসর। বাইশ গজে বল গড়ানোর আগে রইল ১০ দলের রিপোর্ট কার্ড-
১) অস্ট্রেলিয়া: গত বারের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। শেষবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে আয়োজিত বিশ্বকাপে মাইকেল ক্লার্কের নেতৃত্বে ট্রফি জিতেছিল দল। এবার অ্যারন ফিঞ্চের কাপ্তানিতে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে অজিরা।
সা¤প্রতিক এই দলটি পারফর্মেন্স- বিশ্বকাপ আগে দুটি ওয়ানডে সিরিজেই জয় পেয়েছে অজিরা। ভারতের মাটিতে এসে ৩-২ ব্যবধানে কোহলিদের হারিয়েছে ফিঞ্চ অ্যান্ড কোম্পানি। এরপর পাকিস্তানের বিরুদ্ধে দুবাইয়ে ৫-০ সিরিজ জিতেছে তারা। সেই সঙ্গে দলে প্রত্যবর্তন করেছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। দুই তারকার প্রত্যবর্তনে শক্তি বাড়িয়ে মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন দল। অর্থাৎ শেষ আট ওয়ানডে ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড উড়েগেছে অস্ট্রেলিয়া।
২) নিউজিল্যান্ড: গত বিশ্বকাপের রানার্স দল। বিশ্বকাপের আগে শেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে ৩-০ সিরিজ জিতেছে কিউইরা। তার আগে অবশ্য ঘরের মাঠে ভারতের কাছে ১-৪ ওয়াডে সিরিজ হেরেছিল দল। অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে শেষ তিন ওয়াডে ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডের বিমান ধরবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
৩) ভারত: ২০১১ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল প্রাক বিশ্বকাপ পর্বে হারের মুখ দেখেছে। বিশ্বকাপে মাঠে নামার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-৩ ব্যবধানে ওয়াডে সিরিজ হারে কোহলিরা। ২-০ এগিয়ে গিয়ে সিরিজের শেষ তিন ম্যাচ হেরেছিল ভারত। তার আগে অবশ্য অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারায় ভারত। অর্থাৎ শেষ তিন ওয়ানডে হারের পরিসংখ্যান নিয়েই বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডের বিমান ধরবে ভারতীয় দল।
৪) দক্ষিণ আফ্রিকা: বিশ্বকাপের আগে শেষ ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে ৫-০ হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৪ মে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে এই শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখোমুখি হবে প্রোটিয়াব্রিগেড। অন্যদিকে শ্রীলঙ্কার আগে পাকিস্তানের বিরুদ্ধে ৩-২ ওয়াডে সিরিজ জিতেছিল ডুপ্লেসি অ্যান্ড কোম্পানি। অর্থাৎ শেষ ৬ টি ওয়াডে জিতে বিশ্বকাপের বিমান ধরবে প্রোটিয়াব্রিগেড।
৫) ইংল্যান্ড: ঘরের মাঠে বিশ্বকাপের আগে দারুণ ছন্দে রুট-মরগানরা। পাকিস্তানকে ৪-০ হারিয়ে সদ্য ওয়াডে সিরিজের দখল নিয়েছে ইংরেজবাহিনী। তার আগে আয়ারল্যান্ডকে এক ম্যাচে ওয়ানডে সিরিজে হারিয়েছে দল। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ টাই করেছিল ইংল্যান্ড। অর্থাৎ শেষ ৫ ওয়ানডে ম্যাচে অপরাজিত থেকে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামছে ইংল্যান্ড।
৬) ওয়েস্ট ইন্ডিজ: বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড-বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিদের মধ্যে ত্রিদেশীয় সিরিজে হার ক্যারিবিয়ানদের। সিরিজের ফাইনালে বাংলাদেশের কাছে হেরে বসে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ইংল্যান্ডের কাছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে টাই করেছিল ক্রিস গেইলরা।
৭) বাংলাদেশ: আয়ারল্যান্ড-বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিদের মধ্যে ত্রিদেশীয় সিরিজ জিতে বিশ্বকাপ উড়ে যাচ্ছে বাংলাদেশ। তার আগে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ।
৮)পাকিস্তান: ইংল্যান্ডের কাছে শেষ ওয়ানডে সিরিজে ০-৪ হার পাকিস্তানের। লজ্জার হারের রেকর্ড নিয়েই বিশ্বকাপে অভিযান শুরু করবে পাক দল।
৯) শ্রীলঙ্কা: বিশ্বকাপের আগে স্কটল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে শ্রীলঙ্কা। তার আগে অবশ্য দক্ষিণ আফ্রিকার কাছে ০-৫ ওয়ানডে সিরিজ হেরেছে লঙ্কান দল।
১০) আফগানিস্তান: বিশ্বকাপ অভিযানের আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে আফগানিস্তান। সেই লড়াইয়ে এখন ০-১ পিছিয়ে রয়েছে আফগান দল। তার আগে স্কটল্যান্ডের বিরুদ্ধে ১-০ ওয়ানডে সিরিজ জিতেছে গুলবাদিন নাইবরা।