মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন

আমাদের টেস্ট দল নিয়ে ভাবতে হবে: পাপন

আমাদের টেস্ট দল নিয়ে ভাবতে হবে: পাপন

ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্টে কী দৈন্য ব্যাটিংই না উপহার দিল বাংলাদেশ! ব্যাটসম্যানদের ফুটওয়ার্ক ছিল না, ছিল না উইকেটে থাকার নুন্যতম মানসিকতাও। শটস সিলেকশনেও নিদারুণ ভুলে ভরা। আর কলকাতা টেস্টের কথাতো বলাই বাহুল্য। ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও উমেষ যাদবদের বাউন্সারে রীতিমতো থরোহরিকম্প হয়ে উঠেছিল গোটা টাইগার শিবির। নামান্তরে যা উপহার দিয়েছে সোয়া দুই দিনে হার। সাদা পোষাকে ১৯ বছর কাটিয়ে দেওয়ার পরেও ব্যাটসম্যানদের এমন ব্যাটিং দেখে নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং তারা সিদ্ধান্তে পৌঁছেছেন, বাংলাদেশের টেস্ট দলটিকে নিয়ে নতুন করে ভাববেন

পাপনকে আরও বিস্মিত করেছে টস জেতার পরে অধিনায়ক মুমিনুল হকের ব্যাটিং নেয়ার সিদ্ধান্ত। কেননা ম্যাচের দিন পাপন বলেছিলেন টস জিতলে বোলিং নিতে। সেখানে মুমিনুল কিনা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন! বিজ্ঞাপন

‘আমি আগেই বলেছি, টস জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্তটা আমাকে অবাক করেছে। কারণ আমি আগের দিন দলের সাথে বসেছি। অধিনায়ক, কোচের সাথে কথা বলেছি। ওরা বলেছে অবশ্যই আমরা টসে জিতলে ফিল্ডিং নিব। এটাই ছিল সিদ্ধান্ত। ওদের যে বোলিং আক্রমণ আমরা তো জানিই বিশ্বসেরা। সেটা হতেই পারে। আমরা টস হারলেও তো আমাদের ব্যাটিং দিতে পারত।‘

তবে শুধুই ভুল ব্যাটিং নয়। কোহলিদের বিপক্ষে শেষ টেস্টটি ইনিংস ও ৩০ রানের হারে ইনজুরিকেও কাঠগড়ায় দাঁড় করালেন বিসিবি সভাপতি।

‘দ্বিতীয় কারণটি ছিল ইনজুরি। ইনজুরিটা আমাদেরকে ভালই ভুগিয়েছে। কারণ আপনি যদি দেখেন যে প্রথম ইনিংসে কিছুটা ভাল খেলছিল লিটন দাস। দ্বিতীয় ইনিংসেও মোটামুটি খেলছিল, ইনজুরড হয়ে গেল। ওর বদলি আমরা নিলাম। কিন্তু যাকে নামানোর কথা ছিল (সাইফ হাসান) নামাতে পারিনি। সেদিক দিয়ে চিন্তা করলে আমাদের দুজন কনকাশনের জন্য রিপ্লেস করতে হলো এখানে একটা ক্ষতি হয়ে গেছে। তারপরেও যেসব বলে যেভাবে আউট হয়েছে.. কয়েকটা আউট দেখতে এত বিশ্রী ছিল।‘

শেষমেষ পাপন বললেন টেস্ট ক্রিকেটে অব্যাহত হতশ্রী পারফরম্যান্স থেকে বেরিয়ে আসতে অচিরেই স্বল্প ও দীর্ঘ্য মেয়াদে পরিকল্পনা হাতে নিচ্ছে বিসিবি।

‘আমরা এটা নিয়ে ভাবছি। এটা নিয়ে সত্যি সত্যি একটা পরিকল্পনা করেছি যেটা আপনারা দুই তিন মাসের মধ্যে দেখেবেন টেস্টে এই ধরনের পরিস্থিতি ফেস করতে আমরা লং টার্ম ও শর্ট টার্ম পরিকল্পনা করেছি। আমার মনে হয় এটা ব্যাটিংয়ে কাজে দেবে।‘





© All rights reserved © 2017 alltimenewsbd24.Com
Design & Developed BY ThemesBazar.Com