বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন

বিপিএলে বিদেশি ক্রিকেটারের কারণে ব্যাটসম্যান পাচ্ছে না বাংলাদেশ

বিপিএলে বিদেশি ক্রিকেটারের কারণে ব্যাটসম্যান পাচ্ছে না বাংলাদেশ

ঘুরেফিরে সেই জাতীয় দলের ক্রিকেটার। বাকিটা বিদেশি ক্রিকেটার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেরা পারফর্মারদের মধ্যে এই দুইটি ভাগ বারবার আসে। কিন্তু নতুন কোনো ব্যাটসম্যান ওঠে আসছে না।

ওপেনার তামিম ইকবালের ভাবনা, বিদেশি ক্রিকেটারদের বেশিরভাগ ওপরে ব্যাট করে, যে কারণে স্থানীয় তরুণদের সেভাবে সুযোগ হয় না।

এক সাক্ষাতকারে তামিম বলেন, ‘বিপিএলের বেশিরভাগ বিদেশি ক্রিকেটার টপ অর্ডার ব্যাটসম্যান। বেশিরভাগই ১ থেকে ৪ নম্বর পজিশনে ব্যাট করতে নামে। সে কারণে আমাদের জন্য (স্থানীয়) এটা অনেক কঠিন হয়ে যায়। যখন দলে পাঁচজন বিদেশি ক্রিকেটার ছিল, তখন সমস্যাটা আরও বড় ছিল। এখন হয়তো সেটা একটু কমবে।’

দেশসেরা এই ওপেনার মনে করেন, তরুণদের সুযোগ দিলে তা দেশের ক্রিকেটের জন্যই ভালো। বিশেষ করে, যে উদ্দেশ্যে স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের ড্রেসিংরুম ভাগ করে নেওয়া, সেই উদ্দেশ্য সফল হবে।

তামিম বলেন, ‘যখন আপনি কোনো বিদেশি বোলারের বিপক্ষে রান করবেন তখন আত্মবিশ্বাস বাড়বে, মেরে খেলতে চাইবেন। জাতীয় দলের ডাক পাওয়ার পরও যখন সেই বোলারকে পাবেন তখন সবকিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। আগে থেকেই আপনার আত্মবিশ্বাস থাকবে।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সেই উদ্দেশ্য হাসিল হচ্ছে উল্লেখ করে দেশের বর্তমানের সেরা এই ব্যাটসম্যান বলেন, ‘আইপিএল কিন্তু এই কাজটা সুন্দরভাবে করে যাচ্ছে। তাদের স্থানীয় ক্রিকেটাররা বিদেশি নামকরা সব বোলারের বিপক্ষে রান পাচ্ছে, যেটা তাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে অনেক সাহায্য করছে। এটা বড় ধরনের ইতিবাচক পার্থক্য গড়ে দেয়।’





© All rights reserved © 2017 alltimenewsbd24.Com
Design & Developed BY ThemesBazar.Com