শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন

শিরোপা জিততে বাংলাদেশের প্রয়োজন ১১৩ রান

শিরোপা জিততে বাংলাদেশের প্রয়োজন ১১৩ রান

নারী এশিয়া কাপ ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে সংগ্রহ ১১২ রান করেছে ভারত। ১১৩ রানের টার্গেটে মাঠে নেমেছে বাংলাদেশ।

এর আগে ব্যাট করতে নেমে বাঘিনীদের বোলিং তোপে পড়ে ভারতের প্রমীলারা। প্রথম ইনিংসে তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় ভারত।

বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুনের চতুর্থ ওভারের প্রথম বলে ভারতের প্রথম উইকেটের পতন হয়। ব্যক্তিগত ৭ রানে রানআউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার এস. মানধানা।

সপ্তম ওভারে উইকেটে আঘাত হানেন জাহানারা। ব্যক্তিগত ৪ রানে জাহানারার বলে বোল্ড হন দীপ্তি শর্মা।

পরের ওভারেই আবারও আঘাত হানেন বাঘিনী বলার খাদিজাতুল কোবরা। ওপেনার মিতালী রাজকে ফেরান তিনি। ১১ রানে আউট হন মিতালী।

বলিং এ এসে ফের কারিশ্মা দেখান জাহানারা। নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে আনুজা পাটিলকে রান আউট করা হয়।

তৃতীয় ওভারে সালমা খাতুনের শিকার হন বেদী কৃষ্ণমূর্তি এবং রুমানার বলে আউট হন তানিয়া ভাটিয়া। ৩ রান করেই প্যাভিলনের পথে হাটেন। একই ওভারের শেষ বলে দ্বিতীয় উইকেট তুলে নেন রুমানা। শিখা পান্ডে উইকেট কিপার শামীমার হাতে ক্যাচ দিয়ে ফেরেন

খাদিজাতুল কোবরার শেষ ওভারে ঝুলন গোস্বামী রানআউট হয়ে ফিরলে ভারতের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১৯ ওভারে ৭ উইকেটে ১০৭ রান। একই ওভারের শেষ বলে আউট হন হারমানপিত কের (সি)। দলের হয়ে একমাত্র হাফ সেঞ্চুরিটি আসে তার ব্যাট থেকেই।

বাংলাদেশের দাপুটে বলিং এ ভারত ২০ ওভারে ৯ উইকেট খুঁইয়ে সংগ্রহ করেছে ১১২ রান।





© All rights reserved © 2017 alltimenewsbd24.Com
Design & Developed BY ThemesBazar.Com